কুফর, শিরক ও গুনাহে কাবীরাঃ৩

 *❀ ❀ ﷽  ﷽  ﷽  ﷽  ﷽  ❀ ❀*


       _*কুফর, শিরক ও গুনাহে কাবীরা*_ 


 


            ⛲ *বিদ’আতের বর্ণনা* ⛲



 *নিম্নলিখিত কাজগুলো বিদ‘আত। এগুলো থেকে দূরে থাকা কর্তব্য।* 


 *১.* কোন বুযুর্গের মাযারে ধুমধামের সাথে উরস করা, মেলা বসানো, বাতি জ্বালানো। 


 *২.* মেয়েলোকের বিভিন্ন দরগায় যাওয়া। 


 *৩.* কবরের ওপর চাদর, আগরবাতি, মোমবাতি ও ফুল দেওয়া। 


 *৪.* কবর পাকা করা। 


 *৫.* কোন বুযুর্গকে সন্তুষ্ট করার জন্যে শরী‘আতের সীমারেখার বেশি তাযিম করা। 


 *৬.* কবরে চুমো খাওয়া।


 *৮.* দ্বীনের বা দুনিয়ার কাজের ক্ষতি করে দরগায়-দরগায় বেড়ানো। 


 *৯.* কোন কোন অজ্ঞ লেখক আজমীর শরীফ, বাজেবোস্তান, পীরানে কার্লিয়ার ইত্যাদিকে মুসলমানদের তীর্থস্থান বলে উল্লেখ করেছে, তা দেখে তীর্থ গমনের ন্যায় সেসব স্থানে যাওয়া। 


 *১০.*  উঁচু উঁচু কবর বানানো। 


 *১১.* কবর সাজানো, সেখানে ফুলের মালা দেওয়া। 


 *১২.* কবরে গম্বুজ বানানো। 


 *১৩.* কবরে পাথর খোদাই করে কিছু লিখে লাগানো। 


 *১৪.* কবরে চাদর, শামিয়ানা ইত্যাদি টানানো। 


 *১৫.* মাযারে মিঠাই নজরানা দেওয়া।

পরবর্তী 

         *•••==•◐◉✦❀✺❀✦◉◑•==•••* 


   🗒️ *নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*

No comments

Powered by Blogger.