শিয়াদের ভ্রান্ত আক্বীদা ও কর্মসমূহ: ৩

শিয়াদের ভ্রান্ত আক্বীদা ও কর্মসমূহ: (পর্ব-৩)

পুনর্জন্মের আক্বীদায় বিশ্বাসী।
[ শাইখ আব্বাস আল-কুমী, মুন্তাহাল আমাল, ২য় খন্ড, পৃঃ ৩৪১; আল্লামা মুহাম্মদ বাকের আল-মজলিসী, হক্কুল ইয়াকীন, পৃঃ ৩৪৭; তরজুমাতু মকবুল আহমাদ, পৃঃ ৫৩৫ ]

পর্যালোচনাঃ

পূণর্জন্ম কি ইসলামি আক্বীদা? আলহামদুলিল্লাহ কখনোই নয়। বরং এটি ইসলাম বহির্ভুত আক্বীদা।
মৃত্যুর পর পুনরায় দুনিয়ায় ফিরে আসা তথা পুনর্জন্ম হওয়া অসম্ভব। তবে মৃত্যুর পর আল্লাহ পরকালে পুনরায় আমাদেরকে জীবিত করে বিচার করবেন। এরপর আর কখনো আমাদের মৃত্যু হবে না। যারা দুনিয়াতে ভাল কাজ করবে, তারা আল্লাহর রহমতে আখিরাতে জান্নাতে যাবে। আর যারা পাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। এসম্পর্কে কুরআন ও ছহীহ হাদিসে এত বিপুল পরিমান দলিল রয়েছে যে, এখানে তা সম্পূর্ণরূপে বলা কষ্টকর, একারণে সংক্ষিপ্ত ভাবে কিছু দলিল উল্লেখ করা হল।
[ আহযাব ২১; নাজম ২৫; লাইল ১৩; নিসা ৭৭; মায়িদাহ ৬৯; হুদ ১৯; ইবরাহীম ৩; ইসরা ১৯,২১; নামল ৬৬; রূম ৭; যুখরুফ ৩৫; মুমতাহিনাহ ১৩; তালাক ২; নাজিয়াত ২৫; আ'লা ১৭; দুখান ৫৬; বুখারী হাঃ ১১৬২,১৮৩২,২৪৬৮, ২৫১৫,২৯৬১,৩৯০৫,৪৫২২, ৫২৬২, ৫৩৩৪,৫৩৩৫; মুসলিম হাঃ ২৫২,২৫৪,১৭৮২ ]

No comments

Powered by Blogger.