শিয়াদের ভ্রান্ত আক্বীদা ও কর্মসমূহ: ২
শিয়াদের ভ্রান্ত আক্বীদা ও কর্মসমূহ: (পর্ব-২)
আলী বলেন : আমিই প্রথম, আমিই শেষ, আমিই ব্যক্ত, আমিই উপরে আর আমিই নিকটে এবং আমিই যমিনের উত্তরাধিকারী (১); যদি তোমরা আলীর বেলায়েতের (একচ্ছত্র বা অভিভাবকত্বের) সাথে কাউকে শরিক কর, তবে তার ফলে তোমার আমল নিষ্ফল হবে। অতঃপর এক আয়াতের ব্যাখ্যায় বলেন: অর্থাৎ তোমরা আনুগত্য সহ নবীর ইবাদাত কর।(২); আলী রাঃ মুহাম্মাদ ছাঃ এর মতো মর্যাদা সম্পন্ন, আলী রাঃ এর কথার বিরুদ্ধাচারন করা আল্লাহর সাথে শির্ক করার পর্যায়ে আর এ বিধান ইমামদের বেলায়ও প্রযোজ্য। আলী, হাসান, হোসেন, আলী ইবনে হোসেন, মুহাম্মাদ ইবনে আলী কে আনুগত্য করা আল্লাহ ফরয করেছেন। (৩)
[ (১) রিজালুকাশী, পৃঃ ১৩৮ (ভারতীয় ছাপা);
(২) তরজুমাতু মকবুল আহমাদ, পৃঃ ৯৩২ ;
(৩) উসুলুল কাফী, পৃঃ ১১৭, ১০৯ ]
পর্যালোচনাঃ
এই আক্বীদা নিকৃষ্ট ও বাতিল। ইসলাম এবং মুসলিমরা এর থেকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে মুক্ত, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।
একমাত্র আল্লাহ-ই আদী ও অন্ত। তাঁর সাথে অন্য কাউকে/কিছুকে কোন বিষয়ে অংশিদার মনে করলে শির্ক হবে। আল্লাহ পরকালে যে কোন পাপ তাঁর ইচ্ছানুযায়ী ক্ষমা করতে পারেন কিন্তু শিরকের পাপ ক্ষমা করবেন না। শিরককারী আন্তরিক তওবা না করে মৃত্যু বরণ করলে জাহান্নামে যাবে।
অন্য কেউ মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মত মর্যাদাসম্পন্ন নয়। কোথায় শেষ ও শ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর কোথায় তাঁর একজন সাহাবী??? (নাউযুবিল্লাহ) নাবীগণ আলহামদুলিল্লাহ নিষ্পাপ ছিলেন। আর কোন মানুষ নিষ্পাপ নয়।
এরা কি নিজেরা আল্লাহ-র নামে বিধান বানাতে চায়??? (নাউযুবিল্লাহ) এই কাজকারীর আখিরাতে কঠোর শাস্তি রয়েছে।
[ হাদীদ ৩,১০; কাহফ ২৬; বাকারাহ ১৪৩,১৪৪, ১৫১, ২৫৫; যুমার ৬৫; মায়িদা ৭২; নিসা ৪১,৬৫,৮০,১১৩,১১৫ ,১১৬; হাশর ৭; ক্বালাম ৩,৪; ফাতহ ১,২,২৮,২৯; আহযাব ৬,২১,৩৮,৪০,৪৫,৫০-৫২; ইমরান ৩১,১৫৯,১৬৪; ফাতির ২৪; জুমু'আ ২,৩; তওবা ৩৩,১২৮,১৬১; আম্বিয়া ১০৭; সাবা ২৮; হজ্জ ৭৮; তাকভীর ২৩; নাজম ৩,৪,৫-৭,৮,৯,১০, ১২-১৫,১৭,১৮; আ'রাফ ১৫৭,১৫৮,২০৩; ইয়াসিন ১-৪; শূরা ৫২,৫৩; ইউনুস ১৫; আন'আম ৫৬; নাহল ৮৯; আহকাফ ৯; আনফাল ৩৩; বনী ইসরাঈল ১,৭৯; হিজর ৮৭; কাউসার ১; ইনশিরাহ ৪; নাহল ১১৬; আল আহযাব ৪০; আল আম্বিয়া ১০৭; সহীহ মুসলিম (হাঃ একাডেমী)
অধ্যায়ঃ ১। ঈমান [বিশ্বাস] (كتاب الإيمان)
হাদিস নম্বরঃ ২৭৯ ]
No comments